চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় গ্রেফতার এহতেশামুল হক ওরফে ভোলাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, গত বৃহস্পতিবার ভোলাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গুরুত্বপূর্ণ তথ্য না পাওয়ায় তাকে আবারও জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে তার আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোঃ কামরুজ্জামান বলেন, ভোলাকে প্রথম দফায় রিমান্ডে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। তিনি অনেকগুলো প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। এজন্য তাকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রসঙ্গত গত ৫ জুন ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার পাঁচলাইশ থানায় মামলা করেন। এ ঘটনায় গ্রেফতার হওয়া দুই আসামি ওয়াসিম ও আনোয়ার গত ২৬ জুন আদালতে জবানবন্দিতে জানিয়েছেন, হত্যায় অস্ত্র সরবরাহ করেছেন ভোলা।
