চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, নিরাপত্তা সরঞ্জাম না থাকাসহ বিভিন্ন অপরাধে ৭ টি লাইটার জাহাজকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অপর দুটি জাহাজ থেকে বকেয়া বাবদ ১ লাখ ৮০ হাজার ২৬০ টাকা আদায় করা হয়।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম বন্দরের নির্বাহি ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা ও বকেয়া আদায় করেন ।
এ সময় রোকেয়া পারভীন বলেন, চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, নিরাপত্তা সরঞ্জাম না থাকা, অতিরিক্ত পণ্য বোঝাইসহ বিভিন্ন অপরাধে সাতটি লাইটার জাহাজকে জরিমানা করা হয়েছে।
যেসব জাহাজকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো-এমভি টিটু-৪৩, ওটি রাগিব, এমভি থ্রি-স্টার, এমভি আফতাব-১, ওটি যমুনা, ওটি এমকে-১, ওটি নাগর চাঁদ-১। আর বকেয়া আদায় কৃত জাহাজ দুটি হলো, এমভি বর্ষণ-৩ জাহাজ থেকে ১ লাখ ৩৩ হাজার এবং ওটি ঐত্রি জাহাজের কাছ থেকে ৪৭ হাজার ২৬০ টাকা।
