চট্টগ্রাম : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাঙ্গুনিয়ার প্রবীণ আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম চৌধুরী আর নেই। রোববার সকাল পৌনে দশটায় আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পদুয়া ইউনিয়নের জয়নগর গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহে…রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ আত্মীয়স্বজন, রাজনৈতিক অঙ্গনের বহু স্বজন-শুভার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ (রোববার) বাদ আছর স্থানীয় মসজিদে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
মাহবুব আলম চৌধুরী দুইদফায় পদুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর থেকে পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘদিন সাধারণ সম্পাদক থাকার পর সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি এ দায়িত্বে আসীন ছিলেন।
চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক, উত্তর জেলা স্বেচ্ছেসেবক লীগের সাধারণ সম্পাদক বেদারুল আলম চৌধুরী মাহবুবুল আলম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান।
মাহবুব আলম চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাংসদ, সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এক শোকবার্তায় হাছান মাহমুদ বলেন, মাহবুব আলম চৌধুরী আওয়ামী রাজনীতি তথা রাঙ্গুনিয়া আওয়ামী পরিবারের ছায়া ছিলেন। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ এক নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে, দলের নেতাকর্মীরা হারিয়েছেন রাজনীতির একজন অভিভাবককে।
রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদারও মাহবুবল আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁর মতে, মাহবুব আলম চৌধুরী ছিলেন এই অঞ্চলে আওয়ামী রাজনীতির বটবৃক্ষ, শুদ্ধ-সরল বিবেক।
একুশে/এটি
