সন্ধান মিলেছে নর্থ সাউথের সাবেক ছাত্র জুনায়েদ ও তার গাড়িচালকের

Screenshot_15চট্টগ্রাম: চট্টগ্রাম নগরী থেকে নিখোঁজ হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মোঃ জুনায়েদ হোসেন ওরফে আকিব ও তার গাড়িচালক মোঃ মোস্তফার সন্ধান পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর টোলরোড় এলাকায় মোস্তফাকে কে বা কারা ফেলে যায়। অন্যদিকে একই সময়ে ‘ছাড়া পেয়ে’ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এক আত্মীয়ের বাসায় যান জুনায়েদ।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার বড় ভাইয়ের ছেলে জুনায়েদ। গত এপ্রিল মাসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ (অনার্স) শেষ করেন তিনি। বাবা মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন চৌধুরীর মৃত্যুর কারণে চট্টগ্রামে ফিরে আসেন জুনায়েদ।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ কার্যালয়ে গাড়িচালক মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে গাড়িচালক মোস্তফা উপস্থিত সাংবাদিকদের জানান, জুনায়েদ ও তাকে একটি মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে ফেলা হয়েছিল। তাদেরকে তিনি চিনতে পারেননি। জুনায়েদ ও তাকে দুটি আলাদা ঘরে রাখা হয়। তাকে কোনো মারধর করা হয়নি। তাদেরকে ধরে নিয়ে ব্যাপারে তিনি কিছু জানেন না। কেউ তার কাছ থেকে কিছু জানতেও চায়নি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জুনায়েদের ভগ্নিপতি এসএম আবুল মঞ্জুর বলেন, বুধবার রাতে জুনায়েদ ফোন করে জানান, কে বা কারা চোখ বাঁধা অবস্থায় তাকে ঢাকার বসুন্ধরায় নামিয়ে দেয়। এরপর বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে আমাদের এক আত্মীয়ের বাসায় চলে যায় জুনায়েদ।

খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, বুধবার দিবাগত রাতে জুনায়েদদের বাসায় ফিরে আসে গাড়িচালক মোস্তফা। আর জুনায়েদকে পাওয়া গেছে ঢাকায়। তাকে চট্টগ্রামে আনা হচ্ছে। তারা কোথায় গিয়েছিল, তাদের কেউ অপহরণ করে নিয়ে গিয়েছিল কিনা- তা জানার জন্য মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করেছিলাম। কিন্তু সে স্পষ্ট কিছু জানাতে পারছে না। এখন জুনায়েদকে চট্টগ্রামে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে গত সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ থেকে ব্যক্তিগত গাড়িতে করে নিজ বাসা খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকার উদ্দেশ্যে রওনা হন জুনায়েদ। এরপর দুপুর পৌনে ৩টার দিকে গরীবুল্লাহ শাহ মাজারের কাছ থেকে গাড়িচালক মোস্তফাসহ জুনায়েদ নিখোঁজ হন। এ ঘটনায় সোমবার রাতে খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে জুনায়েদের পরিবার। এরপর গত বুধবার সন্ধ্যায় নগরীর খুলশী থানাধীন ডায়াবেটিক হাসপাতালের কার পার্কিয়ের নির্ধারিত স্থানে জুনায়েদের গাড়িটি পাওয়া যায়।