চট্টগ্রাম : নির্বাচন নাকি আন্দোলন- করণীয় ঠিক করতে দেশের ৮টি বিভাগের শীর্ষ নেতাদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠকের অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির নীতি নির্ধারণী ফোরাম।
শনিবার সকাল ১১ টায় বিএনপির গুলশান কার্যালয়ে শুরু হওয়া এই বৈঠকে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার জেলা ও মহানগর মিলিয়ে ১৪টি সাংগঠনিক ইউনিটের শীর্ষ ৫ জন করে ৭০ জন নেতা অংশ নিয়েছেন।
বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সকল সদস্য উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
চট্টগ্রাম মহানগর ইউনিট থেকে সভাপতি ডা. শাহাদাত হোসেন, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক (১) মঞ্জুরুল আলম বৈঠক অংশ নিয়েছেন।
শনিবার সকাল ১১ টায় গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নেয়ার আগমুহূর্তে ডা. শাহাদাত হোসেন একুশে পত্রিকাকে বলেন, একটু পরেই বৈঠকে যোগ দেব। বিএনপি নির্বাচনে যাবে নাকি আন্দোলনে যাবে সেই সিদ্ধান্তই উঠে আসবে দেশব্যাপী নেতাদের সঙ্গে পর্যায়ক্রমিক বৈঠকের পর। আশা করি এই বৈঠক থেকে আগামীর করণীয় কী সে ব্যাপারে সুনির্দিষ্ট একটা বার্তা মিলবে।
একুশে/এটি
