লিবার্টি এক্সেসরিজের বিরুদ্ধে মামলা

custom intelligenceচট্টগ্রাম: ১৭ কোটি টাকার বন্ড সুবিধার অপব্যকহার করায় চট্টগ্রামের লিবার্টি এক্সেসরিজের বিরুদ্ধে মামলা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টমসের বন্ড কমিশনারের দপ্তরে কাস্টমস আইনে এই মামলা করেন সহকারী রাজস্ব কর্মকর্তা চাঁদ আলী।

মামলায় আসামিরা হলেন- লিবার্টি এক্সেসরিজের এমডি মোহাম্মদ ইলিয়াস ও পরিচালক পারভিন আহমেদ।

বিষয়টি নিশ্চত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক শামীমুর রহমান জানান, সম্প্রতি লিবার্টি এক্সেসরিজ পরিদর্শন করে ১৫শ’ মেট্রিক টন প্লাস্টিক দানার ঘাটতি পায় শুল্ক গোয়েন্দারা। ঘাটতির এই ১৫শ মেট্রিক টন পিপি দানা ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন মার্কেটের খোলা বাজারে বিক্রয় করা হয়েছে। অনিয়মকৃত এই পণ্যের শুল্কসহ মোট মূল্য প্রায় ১৭ কোটি টাকা।

প্রসঙ্গত লিবার্টি এক্সেসরিজ নামের ওই প্রতিষ্ঠানটি এর আগেও প্রায় ৩৪ কোটি টাকার পণ্যের উপর ১২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।