ফাতেমা বাদশাকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি নেতৃবৃন্দের নিন্দা

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ফাতেমা বাদশাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহামুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান।

এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কন্টকমুক্ত করার মাধ্যমে দেশে একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠিত করতেই বিরোধীদলের নেতাকর্মীদেরকে লাগাতার গ্রেফতার ও নির্যাতন চালাচ্ছে সরকার। এ নির্যাতন ক্রমাগত তীব্র থেকে তীব্রতর করা হচ্ছে। ভয়াবহ দুঃশাসনে জনগণের ক্ষোভ-অসন্তোষকে প্রতিরোধ করতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে সরকার।

তারই অংশ হিসেবে চট্টগ্রাম মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি ফাতেমা বাদশাকে গ্রেফতার করা হয়েছে। বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে চলমান আন্দোলনকে দমন করার উদ্দেশ্যেই বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর জুলুম চালানো হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে বলে নেতৃবৃন্দ দাবি করেন।

নেতৃবৃন্দ অবিলম্বে মহিলাদল নেত্রী ফাতেমা বাদশা ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জমির উদ্দীন নাহিদসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি