ঢাকা: প্রথম ম্যাচে হেরে গেলেও ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে সিরিজে এখন ১-১ সমতা। তাই সিরিজের শেষ ম্যাচটি এখন অঘোষিত ফাইনাল।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দেয়া ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা নির্ধারিত ২০ ওভার শেষে উইকেট ৯ হারিয়ে ১৫৯ রান করে। যার ফলে ১২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।
রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইন্ডিজ ওপেনার এভিন লুইসকে সাজঘরে ফেরত পাঠান মোস্তাফিজুর রহমান। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি উইন্ডিজ ওপেনার। ফিরে যান রানের খাতা খোলার আগেই।
চতুর্থ ওভারে আবারো আঘাত হানেন মোস্তাফিজুর। ফিরিয়ে দেন ভয়ঙ্কর আন্দ্রে রাসেলকে। পরের ওভারে মারলন স্যামুয়েলসকে ফেরান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অষ্টম ওভারের প্রথম বলে উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ রামদিনের উইকেট তুলে নেন রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ: ১ অ্যান্ডি ফ্লেচার, ২ ইভিন লুইস, ৩ মার্লন স্যামুয়েলস, ৪ দিনেশ রামদিন (ডব্লু), ৫ কার্লোস ব্র্যাথওয়েট, ৬ রোভম্যান পাওয়েল, ৭ আন্দ্রে রাসেল, ৮ এশলি নার্স, ৯ স্যামুয়েল বাদ্রি, ১০ কেমো পল, ১১ ক্যাস্রিক উইলিয়ামস
বাংলাদেশ: ১ লিটন দাস, ২. তামিম ইকবাল, ৩ সৌম্য সরকার, ৪ মুশফিকুর রহিম (৫), সাকিব আল হাসান (অধিনায়ক), ৬ মাহমুদুল্লাহ, ৭ আরিফুল হক, ৮ আবু হায়দার, ৯ মুস্তাফিজুর রহমান, ১০ নাজমুল ইসলাম, ১১ রুবেল হোসেন।
