চমেক হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা কিউবিকল’র উদ্বোধন

চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১২ নং ওয়ার্ডের কার্ডিওলজি বিভাগে বীর মুক্তিযোদ্ধাদের হৃদরোগের সুচিকিৎসার জন্য শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক (ডা.) ফজলে রাব্বি ব্লক কিউবিকল’র শুভ উদ্বোধন করা হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চমেক হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ আ জ ম নাছির উদ্দিন এ ব্লকের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন, চট্টগ্রামস্থ বিএমএ সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, জেলা ইউনিট কমান্ডার মো. সাহাবউদ্দিন, মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার পান্টু লাল সাহা, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার (যুদ্ধাহত) মো. খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত মল্লিক, কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, সহযোগী অধ্যাপক ডা. আশীষ দে, সহযোগী অধ্যাপক ডা. ইব্রাহিম চৌধুরী, রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, সহযোগী অধ্যাপক ডা. অশোক দত্ত, সহযোগী অধ্যাপক ডা. সুভাষ দত্ত, কার্ডিওলজি ওয়ার্ডের সহকারী অধ্যাপক নরেশ চন্দ্র রায়, সহকারী অধ্যাপক ডা. সালে উদ্দিন, সহকারী অধ্যাপক ডা. নুর উদ্দিন তারেক, সহকারী অধ্যাপক ডা. বিপ্লব ভট্টাচার্য, সহকারী অধ্যাপক ডা. নুর উদ্দিন জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক ডা. আনিসুল আওয়াল, সহকারী অধ্যাপক ডা. রিজোয়ান রেহান, বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. জসিম উদ্দিন চৌধুরী, সরওয়ার আলম চৌধুরী মনি, শাহেদ মুরাদ শাকু, কাজী রাজেশ ইমরান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক (ডা.) ফজলে রাব্বি ব্লক কিউবিকল’র শুভ উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট এবং থানা ও উপজেলা কমান্ডের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি