চট্টগ্রামে চার পুলিশের বিরুদ্ধে মামলা

chittagong courtচট্টগ্রাম: ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ‘মিথ্যা’ প্রতিবেদন দিয়ে মানহানির অভিযোগে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহে নূরের আদালতে মামলাটি করেন রেজিয়া বেগম নামের এক নারী।

মামলায় আসামিরা হলেন- নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) দীপক জ্যোতি খীসা, বায়েজিদ বোস্তামি থানার ওসি মো. মহসিন, এসআই মো. কামাল হোসেন খান ও কনস্টেবল সিরাজুল ইসলাম।

বাদীর আইনজীবী সৈয়দ জহির হোসেন বলেন, নগরীর বায়েজিদ থানার সুলতানী মঞ্জিল মার্কেটে ‘জিনাত হকার্স ট্রেডার্স’ নামের একটি দোকান আছে বাদী রেজিয়া বেগমের। স্থানীয় চাঁদাবাজদের চাঁদা দিতে রাজী না হওয়ায় বাদীর বিরুদ্ধে ২৫টি মামলা করা হয়। তিনিও কয়েকটি পাল্টা মামলা করেন। রেজিয়ার বিরুদ্ধে মামলাকারীরা গত বছর নগর পুলিশের উপ-কমিশনারের (উত্তর) কাছে একটি লিখিত অভিযোগ করেন। তার তদন্তে সহকারী কমিশনারকে (পাঁচলাইশ) নির্দেশ দেওয়া হয়।

তিনি বলেন, সাত মাস সময় নিয়ে ওই অভিযোগের বিষয়ে প্রতিবেদন জমা দেন নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) ও অন্য পুলিশ কর্মকর্তারা। এতে রেজিয়া বেগমকে মামলাবাজ উল্লেখ করে মানহানিকর বিভিন্ন মন্তব্য করা হয়। চাঁদা দাবিকারী সাত ব্যক্তির সঙ্গে যোগসাজশে দুর্নীতির মাধ্যমে এই মিথ্যা প্রতিবেদন দেন নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) ও অন্য পুলিশ কর্মকর্তারা।

এ বিষয়ে সুবিচার প্রত্যাশা করে রেজিয়া বেগম আদালতের দ্বরস্থ হয়েছেন বলে জানান আইনজীবী সৈয়দ জহির হোসেন।