মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর : এমপি নজরুল

চট্টগ্রাম : দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী ধর্মপুর দরবার শরীফ প্রাঙ্গণে প্রতিষ্ঠিত আনজুমান-এ নকশবন্দীয়া মুজাদ্দেদিয়া বাংলাদেশে কর্তৃক পরিচালিত মা’সুমিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল হযরতুলহাজ্ব আল্লামা কাযী সৈয়্যদ মোহাম্মদ আবদুশ শাকুর রায়হান আযীযী নকশবন্দী মুজাদ্দেদী (ম.জি.আ.) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন- বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় সরকার অজপাড়াগায়ে গড়ে তুলছে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা। কতগুলো মৌলবাদী শক্তি আজ সন্ত্রাস ও জঙ্গিবাদে লিপ্ত। এরা ইসলামের নামে নানা রকম সহিংসতামূলক কাজ চালিয়ে যাচ্ছে। তাদের এই অপতৎপরতাকে রুখে দিতে মাদ্রাসার শিক্ষার বিকল্প নেই। তাই মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর। সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে এ মাদ্রাসাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রতি গুরুত্বারোপ করেন প্রধান অতিথি।

মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা গিয়াস উদ্দীনের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পীরে ত্বরিকত আল্লামা কাযী সৈয়্যদ তাহ্ছিন আহমদ নকশবন্দী, অধ্যক্ষ আ.ন.ম আহমদ রেজা, মুহাম্মদ আবদুর রহমান, এডভোকেট কাযী সৈয়্যদ রফিকুল ইসলাম।

পবিত্র কুরআন তেলাওয়াতের পর মাদ্রাসার সুপার মাওলানা এস এম আব্দুল্লাহ শাহেদের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন-মুহাম্মদ সোলাইমান, কাজী আবদুল মন্নান, কাজী আবুল কাসেম, মাষ্টার জাকের হোছেন, দেলোয়ার হোসেন হাসান, কাযী আলাউদ্দিন, আব্দুল মালেক, মাদ্রাসার শিক্ষক মাওলানা আমান উল্লাহ আনছারী, মুহাম্মদ মুর্শেদ আলী, মাওলানা নুরুল আলম ফারুকী, মাওলানা মোজাম্মেল, নুরুল হুদা মানিক, কাজী মুহাম্মদ ফজলুল হক, খাইরুল ইসলাম, শরীফুজ্জামান, তাফসিমুল হাসান, রাব্বি হোসেন, এস.এম. আবরারুল হক প্রমুখ।

পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি