চট্টগ্রাম : মহানগরীর কোতোয়ালী থানার আওতাধীন ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
রোববার কোতোয়ালী থানা বিএনপির এক সভায় কমিটির অনুমোদন দেন সংগঠনের সভাপতি মনজুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন চৌধুরী।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের একান্ত সচিব (পিএস) শহীদ ইকবালের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।
ইতোপূর্বে আলী আব্বাছ খানকে সভাপতি ও মো. জাহেদ উল্লাহ রাশেদকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছিল।
পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দরা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম রানা, সহ-সভাপতি মো. আলী শুক্কুর, সৈয়দ আহমদ, মো. আলম, মো. আলী আহমদ, মো. শাহজাহান (মুক্তিযোদ্ধা), মো. মহিউদ্দিন, আইয়ুব আলী, আলীম উল্লাহ ভোলা, আবুল বশর পাখি, হাবিব উল্লাহ হাবিব, সুলতান আহমদ, দিদার মোহাম্মদ, মো. কামাল উদ্দিন, জসিম উদ্দিন আহমদ, কাজী মনিরুল ইসলাম, মাহবুব আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক আকতার আলম, যুগ্ম সম্পাদক মো. সেলিম রসুল, মো. সাইফুদ্দিন আহমদ সাইফু, মো. ইউসুফ, এনামুল হক রাজু, ফরিদ আহমেদ বাচ্চু, কোষাধ্যক্ষ জাহাঙ্গির আলম, সাংগঠনিক সম্পাদক মো. মুছা আলমসহ ১২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি
