ফটিকছড়ি: দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। এ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে ৪০ মেগাওয়াট। কেন্দ্রটি নির্মাণে ভূমি যাচাই করা ও প্রয়োজনীয় কাগজপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাই করতে ৪ আগস্ট বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব মুনসুর আহম্মদ, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ শওকত আলম এবং কোম্পানির এমডি এলাকাটি পরিদর্শন করেছেন।
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের মুহাম্মদপুর এলাকায় ১ শত ১৭ একর সরকারি জায়গায় ‘ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ’ (ইজিসিবি) এ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, প্রয়োজনীয় কাগজপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমোদন পাওয়া মাত্রই কাজ শুরু হবে।
