‘তিনহাজার বছরে বাঙ্গালীকে জাগাতে পারেননি কেউ, যেটা বঙ্গবন্ধু পেরেছিলেন’

চবি: ‘তিনহাজার বছরে বাঙ্গালীকে আর কেউ জাগাতে পারেনি, যেটা পেরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’- বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী এ কথা বলেন।

এর আগে সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক র‌্যালী নিয়ে প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপাচার্য, উপ-উপাচার্য, ডিনবৃন্দ, শিক্ষক, কর্মচারী ও সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠন।

সকাল ১০টায় শুরু হওয়া আলোচনা সভায় উপাচার্য বলেন, ১৫ই আগস্ট বাঙ্গালী জাতির ইতিহাসে এক ভয়াল দিন। এই দিন বাঙ্গালী তার নিজ হাতে হাজার বছরের মহামানব, বাঙ্গালীর মুক্তির দূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছিলো।

স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজ-উদ্-দৌলাকে যেমন পলাশীর প্রান্তরে নিজের ঘনিষ্ঠজনের প্রতারণায় প্রাণ দিতে হয়েছিলো ঠিক তেমনি সেইদিন পঁচাত্তরের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো মোশকাতরা। তারা ভেবেছিলো বঙ্গবন্ধুকে হত্যা করে সব শেষ হয়ে যাবে। কিন্তু তারা জানতো না সেদিন শেখ মুজিবের পুনরায় জন্ম হয়েছিলো। মৃত বঙ্গবন্ধুও জীবিত বঙ্গবন্ধুর মতো সাহসী সৈনিক ও দেশপ্রেমিক যা হাজারো বাঙ্গালির বুকে ধারণ করে আছে।

উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু আমাদের মুক্তির দূত। বঙ্গবন্ধু না হলে আমরা আজকে বাংলাদেশ নামের একটি দেশ পেতাম না। এ দেশের ছাত্র, জনতা, যুবক, বৃদ্ধ সকলের উচিত বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশের জন্য কাজ করা। ২১ বছর ধরে বিগত সরকার বাংলাদেশ তথা বঙ্গবন্ধুর ইতিহাস বিকৃত করেছে কিন্তু বর্তমান সরকার আমাদের পুণরায় বাঙ্গালীর সঠিক ইতিহাস জানতে আমাদের সাহায্য করছে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (তথ্য) ফরহাদ হোসনের খানের সঞ্চালনায় ও উপাচার্য ইফতেখার উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চবি প্রক্টর আলী আজগর চৌধুরী।

উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. রাশেদুন নবি, চবি ক্লাব ক্যাম্পাসের সাধারণ সম্পাদক ড.মো সাইদুল ইসলাম সোহেল, চবি অফিসার সমিতির সভাপতি এ.কে.এম মাহফুজুল হক খোকন, সংগীত বিভাগের সভাপতি সুকান্ত ভট্টাচার্য, প্রভোস্টগনের পক্ষ থেকে বক্তব্য রাখেন আলাওল হলের প্রভোস্ট প্রফেসর আব্দুল হক,রেজিস্টার এ.এম.নুর আহামমেদ,সিন্ডিকেট সভাপতি প্রফেসর ড.ফরিদ উদ্দীন, সিনেট সদস্য প্রফেসর ড. সুলতান আহমেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলক নাথ, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমেদ সালাউদ্দীন এবং ডিনবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড.সেকান্দার চৌধুরী।