৩ গ্যান্ট্রি ক্রেন বন্দরে এসেছে, পণ্য ওঠানামায় বাড়বে গতি

চট্টগ্রাম: চীন থেকে জাহাজে করে তিনটি গ্যান্ট্রি ক্রেন গত মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে এসেছে। ১৩ বছর পর এই প্রথম গ্যান্ট্রি ক্রেনগুলো বন্দরের যন্ত্রপাতির বহরে যুক্ত হচ্ছে। এ ছাড়া আরও তিনটি গ্যান্ট্রি ক্রেন আগামী দুই মাসের মধ্যে চট্টগ্রামে আসার কথা রয়েছে। এর ফলে বন্দরের পণ্য ওঠানামা বৃদ্ধি পাবে।

বন্দর সূত্র জানায়, ২০০৭ সালে চট্টগ্রাম বন্দরে সবচেয়ে বড় ও আধুনিক নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নির্মিত হয়। জাহাজ থেকে দ্রুত পণ্য ওঠানামায় ব্যবহৃত ‘কি গ্যান্ট্রি ক্রেন’সহ আধুনিক ৬১টি যন্ত্রপাতি যুক্ত করে এই টার্মিনাল চালুর কথা ছিল। এ জন্য ব্যয় ধরা হয়েছিল এক হাজার ২২৯ কোটি টাকা। কিন্তু এনসিটি পরিচালনাসহ নানা সিদ্ধান্ত নিতেই বন্দরকে ১১ বছর পার করতে হয়।

এরপর ২০১৭ সালের ১৫ অক্টোবর ছয়টি গ্যান্ট্রি ক্রেন কেনার চুক্তি স্বাক্ষরিত হয় চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে। চট্টগ্রাম বন্দরের নিজস্ব তহবিল থেকে ৩৪৫ কোটি টাকায় চীনের ‘সাংহাই জেনহুয়া হেভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড’ থেকে এই গ্যান্ট্রি ক্রেন কেনা হয়। ছয়টি গ্যান্ট্রি ক্রেনই সরবরাহের ঠিকাদারি কাজ পায় সাইফ পাওয়ারটেক লিমিটেড।

জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম বলেন, মঙ্গলবার তিনটি গ্যান্ট্রি ক্রেন চট্টগ্রাম বন্দরে এসেছে- এটা বন্দরের জন্য বড় সুখবর। এসব চালু করতে একমাস সময় লাগবে। আরও তিনটি গ্যান্ট্রি ক্রেন দুই মাসের মধ্যে চট্টগ্রাম বন্দরে আসবে। মোট ছয়টি গ্যান্ট্রি ক্রেন যুক্ত হবে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে। এতে বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।