আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় চট্টগ্রামে ঈদ উদযাপিত হচ্ছে

চট্টগ্রাম : নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ আগস্ট) সকাল পৌনে ৮টায় অনুষ্ঠিত প্রথম ঈদ-জামাতে ইমামতি করেন খতিব সৈয়দ আবু তালেব মো. আলাউদ্দিন আল কাদেরী। সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতের ইমামতি করেন হাফেজ মাওলানা আহমদুল হক।

নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ানে খতিব সৈয়দ আবু তালেব মো. আলাউদ্দিন আল কাদেরী বলেন, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় মুসলিম উম্মার ঐক্যের কোনো বিকল্প নেই। আত্মশুদ্ধি এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত হলে শান্তি আসবেই। হযরত ইব্রাহিম (আ.) মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজ সন্তান হযরত ঈসমাঈল (আ.)কে কোরবানি দিতে গিয়ে ত্যাগের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আমাদের জন্য অনুসরণীয়।

ঈদ-জামাতে নামাজ আদায় করেন, সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাছির উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।

নামাজ শেষে বিশ্ব শান্তি কামনা এবং গুনাহ মাফ চেয়ে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাতে অংশ নেন সমবেত মুসল্লীরা এবার সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধানে নগরের ৪১ ওয়ার্ডের ১৬৫টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

ঈদ উপলক্ষে নগর ভবনসহ নগরের বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে আলোকসজ্জা করা হয়েছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, এতিমখানা এবং জেলা প্রশাসনের সমাজসেবা অধিদফতর পরিচালিত চট্টগ্রামের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে বলে জানা গেছে।

একুশে/এটি

ছবি : আকমাল হোসেন