চট্টগ্রাম : সৌদি আরব থেকে চট্টগ্রাম নগরের বর্জ্য-ব্যবস্থাপনা তদারক করছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, মঙ্গলবার থেকে এ বিষয়ে তিনি যাবতীয় মনিটরিং এবং আজ (বুধবার) বিকেল ৪টার মধ্যে পশুর বর্জ্য-অপসারণে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
মেয়র বলেন, ঈদুল আজহায় যেহেতু পশু কোরবানি হয়, তাই নগরজুড়ে বর্জ্য-অপসারণের বিষয়টি গুরুত্বপূর্ণ। যেভাবেই হোক নির্ধারিত সময়ের (বুধবার বিকেল ৪টা) মধ্যে পুরো নগরকে পরিচ্ছন্নের আওতায় নিয়ে আসতে হবে।
এজন্য বুধবার বিকেলের মধ্যেই পুরো নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটি কাজ করছে বলে মেয়রের বরাতে জানান তাঁর ব্যক্তিগত সহকারি (পিএ) মোহম্মদ সৈয়দ।
অপর এক বার্তায় মেয়র আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম নগরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার (২২ আগস্ট) সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মেয়র এই শুভেচ্ছা জানান।
মেয়র বলেন, ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই। সবার সুষ্ঠু ও সুন্দর ঈদ কাটুক এ কামনা করছি।
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে নিরাপদে চট্টগ্রামে ফিরতে নগরবাসীর কাছে দোয়া চান মেয়র আ জ ম নাছির উদ্দীন।
একুশে/এটি
