চট্টগ্রামে দোকান থেকে ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার

police line murderচট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানার জলসা মার্কেটে নিজের দোকানে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে জলসা মার্কেটের তিন তলার বিসমিল্লাহ কফি হাউস নামের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শাহজালাল ফরহাদ (২২) ফেনী জেলার ফুলগাজী উপজেলার সালেহ আহমদ পাটোয়ারীর ছেলে।

কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, সকালে খবর পেয়ে বিসমিল্লাহ কফি হাউস নামের ওই দোকান থেকে শাহজালাল ফরহাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরের ওপরের অংশ প্লাস্টিক ও নিচের অংশ চটের বস্তায় মোড়ানো ছিল। মাথার পেছনের অংশ থেতলানো এবং শরীরের কয়েকটি অংশে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে।

তিনি বলেন, উদ্ধারের সময় লাশটি ফোলা ছিল এবং তাতে পচন ধরেছে। লাশের পাশ থেকে কয়েকটি মদের বোতল ও বিয়ারভর্তি ও খালি ক্যান পাওয়া গেছে। কয়েকদিন আগে এ হত্যাকান্ড ঘটেছে।

রোববার সকালে ঘটনাস্থলে নিহতের ছোটভাই রায়হান জানান, বছরখানেক আগে তার ভাই শাহজালাল ফরহাত জলসা মার্কেটের তৃতীয় তলায় কুলিং কর্নারের ব্যবসা শুরু করেন। গত শনিবার থেকে ভাইয়ের মোবাইল ফোন বন্ধ থাকায় রোববার সকালে দোকানে এসে দেখি বাইরে থেকে তালা দেওয়া। এরপর বোনের বাসা থেকে দোকানের চাবি এনে খুলে দেখি বস্তাবন্দি অবস্থায় লাশ পড়ে আছে।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নূর আহমেদ বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।