মেমন হাসপাতালকে প্রথম শ্রেণীর হাসপাতালে উন্নীত করা হবে

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালকে চট্টগ্রামের প্রথম শ্রেনীর হাসপাতালে উন্নীত করা হবে বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রোববার সকালে হাসপাতালটি পরিদর্শন শেষে কর্মরত চিকিৎসকদের সাথে বৈঠককালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মেয়র বলেন, মেমন মাতৃসদন হাসপাতালের সিভিল ও বিদ্যুৎ খাতে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকার উন্নয়ন কাজ হয়েছে। ডাক্তার, নার্স ও মিওয়াইফারী মিলে ৭৭ জনকে নিয়োগ দেয়া হয়েছে। চাহিদা অনুযায়ী শিশু ডাক্তার ও এনেসথাসিওলজিষ্ট নিয়োগ দেয়া হবে। মেমন হাসপাতালকে চট্টগ্রামের প্রথম শ্রেনীর হাসপাতালে উন্নীত করা হবে।

চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, ডাক্তারী পেশা সম্মান ও মর্যাদার পেশা। এ পেশায় নিয়োজিতরা রোগীদের একমাত্র আশা ও ভরসার ঠিকানা। রোগীদের মনের মনিকোটায় স্থান দিয়ে সেবা দিতে হবে। সেবার বিনিময়ে কিছু পাওয়ার কথা চিন্তা না করে সেবা প্রত্যাশী রোগীদের জীবন বাঁচানোর বিষয়টি বিবেচনায় রেখে শতভাগ সেবা দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ, তত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহফুজুল হক, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, মেমন মাতৃসদন হাসপাতালের ইনচার্জ ডা. আশিষ কুমার মুখার্জী, সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি বড়–য়া প্রমুখ।