বাজারে আসছে কাওয়াসাকি নিনজা এইচ টু মোটর বাইক

প্রযুক্তি ডেস্ক : শীঘ্রই বাজারে আসছে কাওয়াসাকি নিনজা এইচ টু সিরিজের একাধিক মোটর বাইক। নতুন এই বাইকগুলোতে ২৩০ বিএইচপি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এ ছাড়া নতুন ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট, এয়ার ফিল্টার ও স্মার্ট প্লাগ ব্যবহার করা হয়েছে।
ব্যবহার করা হয়েছে ব্রিজস্টোন টায়ার। ব্যবহার করা হবে টিএফটি টাচস্ক্রিন এবং ব্লুটুথ কানেক্টিভিটিও। মোটরসাইকেলটির ওজন ২৩৮ কিলোগ্রাম।

জানা গেছে, কাওয়াসাকি নিনজা এইচ টু আর মোটরসাইকেলে ৩০৮ বিএইচপি আর ১৬৪ এনএম টর্ক ইঞ্জিন থাকবে।

ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাইকের তকমা পেয়েছে কাওয়াসাকি নিনজা এইচ টু। ১ সেপ্টেম্বর থেকে কাওয়াসাকির এই বাইকগুলোর জন্য বুকিং নেওয়া শুরু হবে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে কাওয়াসাকির এই বাইকগুলোর জন্য বুকিং নেওয়া শুরু হবে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আর ২০১৯ সালে কাওয়াসাকির এই বাইকগুলো ভারতের বাজারে বিক্রি শুরু হবে।

এর মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় ৪৬ লাখ ২৬ হাজার টাকা । এ ছাড়া কাওয়াসাকি নিনজা এইচ টু কার্বনের মূল্য ৪৯ লাখ চার হাজার টাকা এবং কাওয়াসাকি নিনজা এইচ টু আর-এর মূল্য বাংলাদেশি টাকায় ৮৬ লাখ ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

একুশে/এসএইচ্/এটি