অক্টোবরে আসছে শেন ওয়ার্নের ‘নো স্পিন’ আত্মজীবনী

ক্রীড়া ডেস্ক : স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন এর ‘নো স্পিন’ আত্মজীবনীটি আগামী ৪ অক্টোবর আন্তর্জাতিকভাবে প্রকাশিত হবে । আত্নজীবনীটির মধ্যে শেন ওয়ার্ন তার ব্যক্তিজীবন, স্পিনারের ক্রিকেটিং ক্যারিয়ার,পিচে তার জীবন, ক্রিকেটের বাইরে তার জীবন ও অনেক অজানা তথ্য তুলে ধরেছেন ।

শেন ওয়ার্ন ১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার ভাবা হয়। ১৯৯২ সালে তিনি প্রথম টেস্ট ম্যাচ খেলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১ হাজারের উপরে উইকেট নিয়েছেন (টেস্ট ও ওয়ানডেতে)। স্পিনের পাশাপাশি তিনি লোয়ার অর্ডারে ভালো ব্যাটও করতে পারতেন।

তিনি টেস্টে ৩০০০ রানও করেছেন। ভিক্টোরিয়ার হয়ে তিনি ঘরোয়া ক্রিকেট খেলেছেন। খেলেছেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে হ্যাম্পশায়ারের হয়ে। ২০০৮ সালে আইপিএলে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছিলেন।

এই আত্মজীবনী সম্পর্কে শেন ওয়ার্ন বলেছেন, ‘শিরোনামের বাইরে সত্য কাহিনী। যেখানে আমাকে ঘিরে থাকা কিছু মিথ ও অসত্য প্রকাশের চ্যালেঞ্জ নেওয়া হয়েছে।’ প্রকাশক মনে করছেন নো স্পিন হতে যাচ্ছে বিশ্বের সেরা সেরা ক্রীড়া আত্মজীবনীগুলোর মধ্যে অন্যতম।

একুশে/এসএইচ/এটি