‘গণতন্ত্র উদ্ধারে’ ঐক্যবদ্ধ বিএনপির বিকল্প নেই : ব্যারিস্টার সাকিলা

চট্টগ্রাম: খালেদা জিয়ার মুক্তি ও ‘গণতন্ত্র উদ্ধারে’ ঐক্যবদ্ধ বিএনপির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা।

শনিবার সকালে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, সরকার নিজেদের অপকর্মগুলো আড়াল করতে বিরোধী দলের জন্য নতুন নতুন ফাঁদ সৃষ্টি করছে। আর বিএনপির নেতাকর্মীদের দমন নিপীড়নে তাদের আজ্ঞাবহ প্রতিষ্ঠান দুদক এবং আইনশৃংখলা বাহিনীকে লেলিয়ে দিচ্ছে।

তিনি বলেন, হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন, হামলা-মামলা, গ্রেফতার, নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে বিএনপিকে ধ্বংস করার সকল অপচেষ্টা আজ ব্যর্থ হয়েছে। নেতাকর্মীদের দল ও দলের আদর্শ হতে একবিন্দু পরিমাণ বিচ্যুত করা যায়নি।

সকল বাধা বিপত্তি অতিক্রম করে, কঠিন ইস্পাত মনোবল নিয়ে বিএনপি জনগণের অধিকার আদায়ে রাজপথে আন্দোলন সংগ্রামের পাশাপাশি দলকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন ব্যারিস্টার সাকিলা।

তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হলে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে। জনগণের ভোটাধিকার সহ সকল গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে নির্বাচনকালীন সরকারের অধিনে একটি সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালেবের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল বশর, সাধারণ সম্পাদক জাকের হোসেন, সৈয়দ ইকবাল, আবুল হোসেন সৈয়দ মোস্তাফা আলম মাসুম, বাবুল মেন্বার, চিকনদন্ডী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহা. সেলিম, ইউনিয়ন যুবদলের সভাপতি এসএম মুবিন, সাধারণ সম্পাদক নুরুল করিম প্রমুখ।