‘জনগনের কাছে অধিক গ্রহণযোগ্যদের মনোনয়ন দেয়া হবে’- কাদের

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের কাছে যারা অধিক গ্রহণযোগ্য, এলাকায় যাদের জনপ্রিয়তা আছে, তারাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাবেন।

রবিবার (২৬আগস্ট) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। আশা করছি সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে কি হবে না সেটা সময় অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরো বলেন, ২১ আগস্টের বর্বর গ্রেনেড হামলা মাস্টারমাইন্ড। এ হামলায় বিএনপি সরাসরি জড়িত।

একুশে/এসএইচ/এটি