
আন্তর্জাতিক : গির্জায় শিক্ষানবীশ সেমিনারি ও যাজকদের ওপর যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপা দেয়ার দায়ে খ্রিস্টধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ভ্যাটিকানের শীর্ষ আর্চবিশপ কার্লো মারিয়া ভিগানো।
রবিবার পোপের উদ্দেশ্যে দেয়া এক চিঠিতে এই আহ্বান জানান ভিগানো। তবে, চিঠির প্রতিক্রিয়ায় পোপ ফ্রান্সিস নীরব থেকেছেন ।
এতে অভিযোগ করা হয়, ওয়াশিংটনের সাবেক আর্চবিশপ থিওডর ম্যাককারিকের বিরুদ্ধে গির্জায় শিক্ষানবীশ সেমিনারি ও যাজকদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ ধামাচাপা দিয়েছেন পোপ ফ্রান্সিস।
পোপ ষোড়শ বেনেডিক্ট ম্যাককারিকের উপর নিষেধাজ্ঞা দিলেও পোপ ফ্রান্সিস তা তুলে নিয়ে ম্যাককারিককে নিজের কাউন্সিলর নিয়োগ দেন।
একুশে/এসএইচ/এটি
