দুদকে হাজির হতে ১ মাস সময় চেয়েছেন আমীর খসরু

চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হওয়ার জন্য এক মাস সময় চেয়েছেন। গত ১৬ আগস্ট দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক কাজী শফিকুল আলম দুর্নীতি দমন কমিশন আইনের ১৯ ধারা ও কমিশন বিধিমালার ২০ বিধিসহ ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারায় আমির খসরুকে দুদকে হাজিরের জন্য নোটিশ দেন।

মঙ্গলবার (২৮ আগস্ট) আমীর খসরু আইনজীবীর মাধ্যমে দুদক বরাবর এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, ১৬ আগস্ট দুদকের পাঠানো নোটিশটি দেরিতে তিনি হাতে পেয়েছেন। এ ছাড়া ঈদুল আজহায় ব্যস্ততা ও অন্যান্য কারণে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করতে পারেননি। তাই নির্ভুল জবাব দেওয়ার জন্য তিনি এক মাস সময় চান।

গত ৪ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে নিজের ফোনালাপের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে আমীর খসরু কুমিল্লায় থাকা এক কর্মীকে ঢাকায় গিয়ে অন্দোলন করতে নির্দেশ দেন।

ওই দিনই চট্টগ্রামের কোতোয়ালী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পদক জাকারিয়া দস্তগীর। এরপর ১৬ আগস্ট আমীর খসরুকে দুদকে তলবের নোটিশ পাঠানো হয়।

আমির খসরুর বিরুদ্ধে বেনামে পাঁচতারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা লেনদেনসহ মানিলন্ডারিং করে বিভিন্ন দেশে অর্থ পাচার এবং নিজ স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যের নামে শেয়ার কেনাসহ জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

একুশে/এসএইচ/এটি