সরকার একতরফা নির্বাচন করতে চায় : ব্যারিস্টার শকিলা

চট্টগ্রাম : জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হারবে জেনে খালেদা জিয়া ও বিএনপিকে ছাড়া সরকার একতরফা নির্বাচন করতে চায়।

মঙ্গলবার (২৮ আগস্ট) সকালে জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল হাটহাজারী পৌরসভার নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে তিনি এই কথা বলেন।

ব্যারিস্টার শাকিলা বলেন, আওয়ামী লীগ ক্ষমতা টিকিয়ে রাখতে এতটাই মরিয়া হয়ে পড়েছে যে, আজ তারা মা, ভাই, বোন, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক কর্মী কাউকেই রেহাই দিচ্ছে না, সমানে গ্রেফতার করছে।

আওয়ামী লীগ এখন পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের জনগণের কাছে যাওয়ার জায়গা নেই। তারা সবসময় চেষ্টা করেছে দেশের প্রধান বিরোধীদল বিএনপিকে দূরে রেখে, খালেদা জিয়াকে বাইরে রেখে একতরফা নির্বাচনের। কিন্তু এটি কখনও জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। -বলেন শাকিলা।

শাকিলা বলেন, গণতন্ত্র ধ্বংস করার মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের জন্য দেশের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার মাধ্যমে বর্তমান সরকার দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে। সারাদেশে ভোট ডাকাতির যে ন্যক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে তা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতি উত্তরণের জন্য আপোসহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করে একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে আগামী একাদশ সংসদ নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন জরুরি।

এ সময় হাটহাজারী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলী আজম, আবুবক্কর মানু, একরামউদ্দীন পাভেল, নাজিম উদ্দীন, শাহিদুল আলম সাহেদ, সোহেল রানা, নিজাম উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এইচএস