চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পু্লিশ কমিশনার পদে রদবদলের আদেশ দিয়েছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।
বুধবার (২৯ আগস্ট) সিএমপি কমিশনার আদেশ দেন। সিএমপি কার্যালয় থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সিএমপির উত্তর জোনের উপ-পু্লিশ কমিশনার পদে বিজয় বসাককে, উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার মো. আবদুল ওয়ারীশকে সিটি এসবি’র উপ-পুলিশ কমিশনার পদে এবং সিটি এসবি’র উপ-পুলিশ কমিশনার মো. মোখলেছুর রহমানকে সরবরাহ ও পরিবহনের উপ-পুলিশ কমিশনার পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
একুশে/এসএইচ/এটি
