চট্টগ্রাম: ট্রাকের চাকার ভেতর আট হাজার পিস ইয়াবা লুকিয়ে রেখে তা পাচারকালে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও খাজা রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ জাহেদ (১৯) ও মোঃ রাব্বী (২১)। তাদের বাড়ি কুমিল্লা সদর এলাকায়।
চান্দগাঁও থানার ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকের পেছনে থাকা অতিরিক্ত চাকার সঙ্গে বিশেষ কৌশলে রাখা একটি বাক্স থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
