চট্টগ্রাম: চট্টগ্রাম নগরী ও জেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৪৬ জন গ্রেফতার হয়েছেন। রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে নগরীতে ৮৭ জন ও জেলার বিভিন্ন উপজেলা থেকে গ্রেফতার হন ১৫৯ জন।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ জানান, বিশেষ অভিযানে বিভিন্ন উপজেলা থেকে ওয়ারেন্টভুক্ত ১৩১, জিআর মামলার ৪, সিআর মামলার ২, পুলিশ অ্যাক্ট মামলার ১, নিয়মিত মামলার ১৬ ও অন্যান্য মামলার ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন জানান, নগরী থেকে মোট ৮৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৩জন সাজাপ্রাপ্ত আসামি, অন্যরা জিআর ও সিআর মামলার আসামি।
