ঢাকা : বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসভা করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মৌখিক অনুমতি মিলেছে ।
প্রতি বছর ১লা সেপ্টেম্বর দলটি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার অনুমতি চেয়ে আবেদন করে বিএনপি। এর পরিপ্রেক্ষিতে বিএনপির একটি প্রতিনিধি দল বুধবার ডিএমপি কার্যালয়ে যান।
বুধবার (২৯ আগস্ট) দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বিকেল সোয়া তিনটার দিকে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
এ্যানী জানান, দলীয় কার্যালয়ের সামনে জনসভা করার জন্য অনুরোধ করছে পুলিশ। এটাকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে।
একুশে/এসএইচ/এটি
