চট্টগ্রাম: নগরীতে বিদ্যুস্পৃষ্টে মোঃ জনি (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা দুইটার দিকে ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ জনি কুড়িগ্রাম জেলার বাসিন্দা খোরশেদ আলমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়–য়া জানান, বৈদ্যুতিক সুইচবোর্ডে ফ্লাগ লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন জনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
