আত্মরক্ষায় গুলি করে পুলিশ, হলিউড অভিনেত্রী নিহত

ডেস্ক রিপোর্ট : হলিউড অভিনেত্রী ভেনেসা মারকুইজের বাড়িতে পুলিশ গেলে তিনি খেলনা পিস্তল তাক করেন। তবে তার পরিণতি হয়েছে করুণ। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে বসে। আর এতে প্রাণ হারান ৪৯ বছর বয়সী অভিনেত্রী ভেনেসা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) পাসাদানে ভেনেসার বাড়িতে এ ঘটনা ঘটে।

লস অ্যাঞ্জেলেসের শেরিফ ডিপার্টমেন্টের সার্জেন্ট জো মেনডোজা জানান, বৃহস্পতিবার (৩১ আগস্ট) পাসাদানে ভেনেসার বাড়িতে যায় পুলিশ। এসময় ভেনেসা পুলিশের দিকে পিস্তল তাক করে। পুলিশ এসময় নিজেদের রক্ষা করতে গুলি করে। পরে পরীক্ষা করে দেখা হয় সেটি খেলনা পিস্তল ছিল।

তিনি বলেন, ভেনেসার বাড়িওয়ালা তাকে পরীক্ষা করতে পুলিশে খবর দেয়। পুলিশ অফিসাররা তার বাড়িতে গিয়ে তাকে ডাক্তার দেখানোর পরামর্শ দেন। কিন্তু তিনি তাদের কথা শোনেননি। পুলিশের দিকে পিস্তল তাক করলে এমন ঘটনা ঘটে।

ভেনেসো জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ইআর’-এ ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত অভিনয় করেছেন। এছাড়া আরও বেশ কয়েকটি সিরিয়ালে তিনি ছিলেন পরিচিত মুখ।

একুশে/এসএইচ/