
ঢাকা : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমরা একে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সবাই বাঙ্গালী ও বাংলাদেশী । আমাদের দেশে সংখ্যালঘু বলে কিছুই নেই।
রোববার (২ সেপ্টেম্বর) সকালে হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ফরিদপুর শহরের শ্রীঅঙ্গনে পূজা উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন মোশারফ।
মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই আজ আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করছি। বিশ্বচরাচর থেকে দুষ্টুদের দমন করে সাধুদের রক্ষার জন্যই শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের রোহিণী নক্ষত্রের অষ্টম দিনে পৃথিবীতে আবির্ভূত হন।
একুশে/এসএইচ
