চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার স্টেশন কলোনি ও ধোপার কলোনিতে অভিযান চালিয়ে মাদকের আখড়া গুড়িয়ে দিয়েছে পুলিশ। অভিযানে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে চারটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত এ অভিযান চলে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মোঃ আব্দুর রউফ জানান, স্টেশন কলোনি ও ধোপার কলোনিতে ঘিরে পরিচালিত অভিযানে ওই এলাকার মাদকের আখড়া গুড়িয়ে দেওয়া হয়। এসময় সাড়ে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
