জঙ্গিদের মুক্তিতে রাজনৈতিক প্রভাব খাটাবেন না

ctgচট্টগ্রাম: জঙ্গিদের মুক্তিতে রাজনৈতিক প্রভাব না খাটানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ অনুরোধ করেন। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কমিটি গঠনের জন্য নগরীর ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্ভূক্ত কাউন্সিলর, ওসি, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাদের নিয়ে এ বৈঠক করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, গ্রেফতার হওয়ার পর অনেক আসামিকে মুক্তি দিতে রাজনৈতিকভাবে সুপারিশ করা হয়। তাই আমি অনুরোধ করবো দয়া করে জঙ্গিসন্দেহে কেউ গ্রেফতার হলে, তার মুক্তিতে রাজনৈতিক প্রভাব খাটাবেন না। পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিন, সহযোগিতা করুন।

বৈঠকে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে নগরীর প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে ৪১ থেকে ১০১ সদস্যের মধ্যে এই কমিটি গঠন করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে কমিটির তালিকা জমা দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, প্রতিটি ওয়ার্ডের কমিটি গঠনের পর সেই কমিটি আমরা বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীকে দেখাবো। তাদের কাছ থেকে ইতিবাচক নিশ্চয়তার পর আমরা কমিটি চ’ড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালায়ে পাঠাবো।

কমিটিতে বিএনপি কর্মীরা স্থান পাবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে জেলা প্রশাসক বলেন, কমিটিতে আওয়ামী লীগ, জাসদ, বাসদসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির দলের কর্মীরা স্থান পাবেন। কমিটি নিয়ে যাতে কোনো কথা না উঠে সেজন্য কমিটি গঠন প্রক্রিয়া শুদ্ধ হতে হবে।

এতে বক্তব্য দেন প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু ও জোবাইরা নার্গিস খান, কাউন্সিলরদের মধ্যে পাঁচলাইশ ওয়ার্ডের কফিল উদ্দিন খান, চান্দগাঁও ওয়ার্ডের মোঃ সাইফুদ্দিন খালেদ, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর আবিদা আজাদ, পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ, বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসীন প্রমুখ।