জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আদালত কারাগারে বসবে

ঢাকা: ২০১০ সালে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিশেষ আদালত বুধবাে (৫ সেপ্টেম্বর) বকশীবাজারের আলিয়া মাদ্রাসার পরিবর্তে পুরোনো কেন্দ্রীয় কারাগারে (খালেদা জিয়া যেখানে বন্দি)বসতে যাচ্ছে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তবে একে ‘আইন পরিপন্থী’ বলেছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খালেদা জিয়া ছাড়া অভিযুক্ত অপর তিন আসামি হলেন—খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলায় মোট ৩২ জন রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন ।

একুশে/এসএইচ