
ঢাকা: আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে ডিভিশন দেয়া হয়েছে। বুধবার (৫ সেপ্টেম্বর) বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি মোশ্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় দায়ের করা হয়।
এর আগে শহিদুল আলমের ডিভিশন চেয়ে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন তার আইনজীবী। ওই আদালত তাকে ডিভিশন দেয়ার নির্দেশ দিলেও তা কার্যকর না হওয়ায় বুধবার হাইকোর্টে রিট আাবেদন করেন ব্যারিস্টার সারা হোসেন।
মঙ্গলবার শহিদুলের জামিন শুনানিতে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খোন্দকার দিলুরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বিব্রত বোধ করায় তৃতীয় বেঞ্চে শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানান শহিদুল আলমের আইনজীবীরা।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
একুশে/এসএইচ
