চট্টগ্রাম : ২৫ লাখ টাকা মুল্যের গাড়ি হাকিয়ে অফিসে আসা চট্টগ্রামের সদর-সাবরেজিস্ট্রি অফিসের কর্মচারী এরাদুল হক ভুট্টোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তৎপর হয়ে উঠেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক চট্টগ্রাম অঞ্চলের পরিচালক আবদুল আজিজ ভূইয়া একুশেপত্রিকাডটকমকে বলেন, ওই কর্মচারীর বিষয়টি আমি অবগত। তার বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ নিয়েছি।
নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক অনুসন্ধানকারী কর্মকর্তা একুশেপত্রিকাডটকমকে বলেন, সাধারণত কারো বিরুদ্ধে অনুসন্ধানের জন্য আমাদেরকে প্রধান কার্যালয়ের অনুমোদন নিতে হয়। এরপর সেখান থেকে অনুমোদন পাওয়ার পর অনুসন্ধান শুরু হয়। সাবরেজিস্ট্রি অফিসের কর্মচারী এরাদুল হক ভুট্টোর বিষয়টি প্রধান কার্যালয়কে অবহিত করা হয়েছে।
এর আগে গত ৩ জুলাই ‘১৫ হাজার বেতনে ২৫ লাখ টাকার গাড়ি !’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে একুশেপত্রিকাডটকম। এতে তথ্য প্রকাশ করা হয়- চট্টগ্রামের সদর-সাবরেজিস্ট্রি অফিসের কর্মচারী এরাদুল হক ওরফে ভুট্টো অফিসে আসেন ২৫ লাখ টাকা মুল্যের কার (চট্টমেট্রো-গ-১২-৭৬৪৯) হাকিয়ে! অথচ এই পদের একজন কর্মচারীর বেতন মাসিক ১৫ হাজার টাকা।
প্রতিবেদনটি প্রকাশের পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এ সংক্রান্ত একুশেপত্রিকাডটকমের নিউজটি অনলাইন-অফলাইনে ব্যাপক আলোচিত হয়।এরপর অফিসে আসা-যাওয়ার ক্ষেত্রে নিজের সাধের প্রিমিও কারটির ব্যবহার বন্ধ করে দিয়েছেন এরাদুল হক ওরফে ভুট্টো।
