আসাদকে হত্যার নির্দেশ অস্বীকার করছেন ট্রাম্প

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হত্যার নির্দেশ দেয়ার কথা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দৈনিক ওয়াশিংটন পোস্টের খ্যাতিমান সাংবদিক বব উডওয়ার্ড তার নতুন বই ‘ফেয়ার’ এ দাবি করেছেন- সিরিয়ার প্রেসিডেন্টকে হত্যার জন্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসকে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প।

এ সম্পর্কে ট্রাম্প গত বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, “এটা আমি কখনো চিন্তাও করি নি।” তার আগে তিনি কুয়েতের আমিরের সঙ্গে বৈঠক করেন।

বব উডওয়ার্ডের বইয়ের তথ্য অনুসারে, “২০১৭ সালের এপ্রিল মাসে সিরিয়ার খান শায়খুন শহরে কথিত রাসায়নিক হামলার খবর বের হলে ট্রাম্প তার প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিসকে সিরিয়ায় সেনা প্রবেশ করানোর নির্দেশ দেন এবং অত্যন্ত অশালীন ভাষায় প্রেসিডেন্ট আসাদকে হত্যা করতে বলেন।”

জবাবে ম্যাটিস বলেছিলেন, প্রেসিডেন্টের নির্দেশ বাস্তবায়ন করা হবে। কিন্তু তিনি টেলিফোন রেখেই তার অফিসের স্টাফকে বলেছিলেন, ট্রাম্পের নির্দেশ তিনি বাস্তবায়ন করবেন না বরং তিনি অনেক হিসাব-নিকাশ করে পদক্ষেপ নেবেন। এরপর প্রেসিডেন্ট আসাদকে হত্যার পরিবর্তে পেন্টাগন সিরিয়ার ওপর বিমান হামলা চালায়। ওই হামলার পর ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীর প্রশংসা করে বলেছিলেন, “মার্কিন সেনারা আমেরিকাকে খুব চমৎকারভাবে উপস্থাপন করেছে।