ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতা জাকের হোসাইনের ইন্তেকাল

Screenshot_18বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক চন্দনাইশ কেশুয়া নিবাসী বিশিষ্ট রাজনীতিবিদ জাকের হোসাইন মঙ্গলবার রাত ৯ টায় আন্দরকিল্লাস্থ ব্যবসায়িক কার্যালয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …রাজেউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, সন্তানসন্ততিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বুধবার সকাল ১০ টায় মরহুমের প্রথম জানাযা নগরীর জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে এবং বাদে জোহর বরকল উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাযের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জাকের হোসাইনের মৃত্যুতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম.এ.মান্নান, মহাসচিব মাওলানা এম.এ. মতিন, আহলে সুন্নাত ওয়াল জমাআত সমন্বয় কমিটির সদস্য সচিব এড. মোছাহেব উদ্দিন বখতেয়ার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর, দক্ষিণ মহানগর, চট্টগ্রাম উত্তর জেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা, বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় সভাপতি এম.এ. মোমেন, ইসলামী ছাত্রসেনার সভাপতি নুরুল হক চিশ্তি, আহলে সুন্নাত সমন্বয় কমিটি সভাপতি অধ্যক্ষ হাফেজ সোলায়মান আনসারী, সাধারণ সম্পাদক আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমিতি আন্দরকিল্লা এন আই চৌধুরী রোডের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।প্রেসবিজ্ঞপ্তি