চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) শুরু হয়েছে।
বিকেল ৪টায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নস্থ ইছানগর মেরিন ফিশারীজ একাডেমী মাঠে প্রধান অতিথি স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বেলুন ও শ্বেত পায়রা উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় চরপাথরঘাটা ইউনিয়ন ফুটবল একাদশ ও বড়উঠান ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় চরপাথরঘাটা ইউনিয়ন একাদশ ২-০ গোলো বড়উঠান ইউনিয়ন একাদশকে পরাজিত করে।
এর আগে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজেন ব্যানার্জী’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির পৃষ্ঠপোষক ও কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ছৈয়দ জামাল আহমদ, সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, মেরিন ফিশারীজ একাডেমীর অধ্যক্ষ কাপ্টেন মাসুক হাসান আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সচিব সেলিম হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এম এন ইসলাম, চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাবের আহমদ, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী, বড়উঠান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিদারুল আলম, চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি নুরুল আলম মেম্বার, সভাপতি ছৈয়দ আহমদ, বড় উঠান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রফিক উল্লাহ চেয়ারম্যান, জুলধা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমির আহমদ, চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রফিক আহমদ, কর্ণফুলী উপজেলা যুবলীগ সভাপতি সোলায়মান তালুকদার, চরপাথরঘাটা ইউনিয়ন ফুটবল একাদশের টিম স্পন্সর ও কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহেদুর রহমান শাহেদ, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।
কর্ণফুলী উপজেলায় পাঁচটি ইউনিয়ন নিয়ে ৫ টি দল গঠিত হয়েছে। ইউনিয়নগুলো হলো চরপাথরঘাটা, শিকলবাহা, জুলধা, বড়উঠান, চরলক্ষা। একই মাঠে ১৪ সেপ্টেম্বর টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
