চট্টগ্রাম: নগরীতে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. খায়ের মিয়া (২৫) কুমিল্লার কোতোয়ালী থানার দক্ষিণ আনন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি চালকের সহকারী। তবে চালক মো. রাব্বি (২০) পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
চান্দগাঁও থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির বলেন, ইয়াবাগুলো টেকনাফ থেকে এনে কুমিল্লা নিয়ে যাচ্ছিল তারা। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
