বিবিসি বাংলা : মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবার নির্বাহী প্রধানের পদ থেকে সোমবার পদত্যাগ করতে যাচ্ছেন চীনের অন্যতম বিত্তশালী ব্যক্তি জ্যাক মা।
পত্রিকাটি বলছে, প্রধানের পদ থেকে পদত্যাগ করলেও আলিবাবা’র পরিচালক পরিষদে থেকে শিক্ষাক্ষেত্রে জনহিতকর কার্যক্রমে মনোনিবেশ করতে চান জ্যাক মা।
১৯৯৯ সালে যাত্রা শুরু করা আলিবাবা – যা পরবর্তীতে বিশ্বের অন্যতম বৃহৎ ইন্টারনেট কোম্পানি হিসেবে সফলতা লাভ করে – তার সহ-প্রতিষ্ঠাতা ছিলেন জ্যাক মা।
অনলাইনে কেনাবেচার সুবিধা দেয়ার পাশাপাশি ক্লাউড কম্পিউটিং এবং চলচ্চিত্র তৈরীর মত সেবাও দিয়ে থাকে আলিবাবা।
আলিবাবা’র বর্তমান বাজার মূল্য ৪০০ বিলিয়ন বা ৪০ হাজার কোটি ডলারেরও বেশী।
‘টাইমস’ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে মি. মা বলেন, তাঁর অবসর নেয়ার কারণে একটি যুগের শেষ হবে না, বরং শুরু হবে।
একুশে/এসএইচ
