ক্যাম্পাস পরিষ্কার করলো ‘পরিচ্ছন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’

ইফতেখার সৈকত, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে আবর্জনা পরিষ্কার করেছেন ‘পরিচ্ছন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ নামের অনলাইন ভিত্তিক একটি সামাজিক সংগঠনের সদস্য ও কিছু সাধারণ শিক্ষার্থী।

শনিবার বন্ধের দিনে বেলা ১২টার দিকে চবি স্টেশন চত্বর থেকে শিক্ষার্থীরা তাদের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে।

এ সময় শিক্ষার্থীরা বলেন, পরিচ্ছন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গড়াই আমাদের লক্ষ্য। আমরা চাই আমাদের সুন্দর এ পরিবেশটাকে আবর্জনা মুক্ত রাখতে। পাহাড় আর অরণ্য ঘেরা এ ক্যাম্পাসকে যাতে আরও সুন্দর রাখা যায়, আমরা সে উদ্দেশ্যে কাজ করবো।

ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিষ্কার করার কর্মসূচী হাতে নেয়ার কথাও জানান তারা।

স্টেশন চত্বর ও গুরুত্বপূর্ণ স্থানে কোন ডাস্টবিন নেই- অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, প্রশাসনের উচিত গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিনের ব্যবস্থা করা।

শিক্ষার্থীরা আরও বলেন, ক্যাম্পাস ও শাটল ট্রেন অনেক সময় নোংরা হয়ে থাকে। শাটলে টয়লেটের খুবই খারাপ অবস্থা। সেখানে অসহ্য দুর্গন্ধ।

নবীন শিক্ষার্থীরা আসার আগে ডাস্টবিন রাখার ব্যবস্থা নেয়া সহ ক্যাম্পাসকে আরও পরিষ্কার ও সুন্দর করে তোলার দাবি জানায় তারা।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মিনহাজ সাগর বলেন, ক্যাম্পাস পরিষ্কারের পাশাপাশি আমরা চাই স্টেশন চত্বরের খাবারের দোকানগুলো সহ অন্যান্য খাবারের দোকান, আবাসিক হল ও ক্যাফেটেরিয়াগুলো পরিচ্ছন্ন রাখতে। খাবার তৈরির স্থানগুলো পরিচ্ছন্নের ব্যাপারে প্রশাসনের সঠিক পদক্ষেপ নেওয়া উচিত।

শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, আমাদের শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ সাধুবাদ জানানোর মতো। শিক্ষার্থীরা পরিচ্ছন্নতার ব্যাপারে সক্রিয় হলে ক্যাম্পাসের পরিবেশটাকে আরও সুন্দর রাখা যাবে।

ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিন না থাকার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, কয়েকমাস আগে কিছু ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছিল। বর্তমানে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরাই ক্যাম্পাস পরিস্কার করছে।