চট্টগ্রাম: জাতীয়তাবাদী মহিলা দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহিলা দলের উদ্যোগে এক আলোচনা সভা ও বেগম জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৩ টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ‘দেশ জাতি চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। আওয়ামী বাকশালী সরকার গণতন্ত্রকে ধ্বংস করতেই পরিকল্পিতভাবে সংকট সৃষ্টি করছে। রাজনৈতিক মোকাবেলায় ব্যার্থ হয়ে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ করে রেখেছে। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বৃহত্তর স্বার্থে বাকশালী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়তে হবে। জনতার বিজয় নিশ্চিত এবং খুবই নিকটে।’
মহিলা দলের সভানেত্রী কাউন্সিলর মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা জেলী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, যুগ্ম সম্পাদক ইয়ছিন চৌধুরী
লিটন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম।
বক্তব্য রাখেন মহিলা দলের সহ সভানেত্রী কাউন্সিলর জেসমিনা খানম, খালেদা বোরহান, মাবিয়া সেলিম, যুগ্ম
সম্পাদিকা আঁখি সুলতানা, সহ. সাধারণ সম্পাদিকা সায়রা বেগম, জিন্নাত রাজ্জাক জিনিয়া, মনোয়ারা বাবুল, প্রচার সম্পাদিকা দেওয়ান মাহমুদা আকতার লিটা, সহ.সাংগঠনিক সম্পাদিকা ফেরদৌসি বেগম, সমাজকল্যাণ সম্পাদিকা ফারহানা জসিম, সাংস্কৃতিক সম্পাদিকা পারভিন চৌধুরী, আলতাজ বেগম, জোহুরা বেগম, ফিরোজা বেগম, ভাসানী বেগম, সেলিনা বেগম, ফাতেমা কাজল, সামশুন নাহার, হাবিবা সুলতানা, রিনা বেগম, শাহনাজ বেগম, পারভিন আকতার, শামীমা নাসরিন, কহিনুর বেগম প্রমুখ।
একুশে/এসএইচ
