মেক্সিকোয় ৩ পর্যটককে গুলি করে হত্যা

মেক্সিকো সিটির কেন্দ্রস্থলে ‘প্লাজা গ্যারিবল্ডি’র কাছে বন্দুকধারীদের গুলিতে তিন পর্যটক নিহত এবং আর সাতজন গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ জানায়, পর্যটকদের কাছে জনপ্রিয় প্লাজা গ্যারিবল্ডির কাছে একটি সড়ক সংযোগে শুক্রবার এ হামলার হয়।

রাইফেল ও পিস্তল হাতে কয়েক ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছুড়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

হামলাকারীরা মেক্সিকোর ঐতিহ্যবাহী ‘মারিয়াচি’ গানের দলের মত পোশাক পরে ছিল বলেও জানায় পুলিশ।

“পুলিশ ‘মারিয়াচি’ পোশাক পরা তিন ব্যক্তিকে খুঁজছে।যারা মোটরসাইকেলে করে পালিয়ে গেছে।”

মেক্সিকোয় গত কয়েক বছর ধরে অপরাধ অনেক বেড়ে গেছে, বিশেষ করে রাজধানী মেক্সিকো সিটিতে।

মাদক সংক্রান্ত কারণে সেখানে বেশিরভাগ অপরাধ হয় বলে জানায় পুলিশ।