চবিতে এবার পরিচ্ছন্নতার কাজে ‘পরিবর্তন চাই’

চবি প্রতিনিধি : বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও পরিস্কার রাখতে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পরিস্কার করলো ‘পরিবর্তন চাই’ নামক একটি সামাজিক সংগঠন।

শনিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল এগারোটায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির প্রায় ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, আমরা নিজ থেকে অনুপ্রাণিত হয়ে এধরনের কাজের উদ্যোগ নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য রক্ষার্থে আমাদের এ ধরনের উদ্যোগ আগামিতেও চলবে। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে কোন ডাস্টবিন নেই। প্রশাসনের কাছে আমাদের দাবি ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্ন রাখার স্বার্থে পর্যাপ্ত ডাস্টবিনের ব্যাবস্হা করা হোক।

সংগঠনের সভাপতি ইকবাল সানি একুশে পত্রিকাকে বলেন, ‘দেশটাকে পরিস্কার করি দিবস ২০১৮’ উপলক্ষে আমরা এধরনের কার্যক্রম হাতে নিয়েছি। পরিবেশকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখাই আমাদের উদ্দেশ্য। বিশ্ববিদ্যালয়কে পরিস্কার রাখার দায়িত্ব আমাদের সকলের। শিক্ষার্থীদের অসচেতনতা থেকেই বিশ্ববিদ্যালয় অপরিচ্ছন্ন হচ্ছে।

আলোচিত জাম্বুরী পার্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুদিন হয়নি পার্কটি উদ্বোধন হয়েছে। অথচ এর মধ্যেই পার্কটিকে ময়লা আবর্জনায় ভরিয়ে দিয়েছে মানুষ। এটাই আমাদের স্বভাব, আমরা পরিস্কার রাখতে জানি না।

সংগঠনটি দীর্ঘ চার বছর ধের কাজ করছে জানিয়ে আগামিতেও এ কাজের ধারাবাহিকতা বজায় রাখা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, এর আগে পরিচ্ছন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নামক আরেকটি সংগঠন এধরনের উদ্যেগ নিয়েছিলো।

একুশে/আইএস/এটি