চবিতে শিবির সন্দেহে প্রাক্তন শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্মীদের মারধর

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) এর প্রাক্তন শিক্ষার্থীকে মারধর করেছে চবি শাখা ছাত্রলীগের কর্মীরা। রবিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার প্রাক্তন শিক্ষার্থীর নাম আজাদ হোসেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০০৫-২০০৬ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, আজাদ হোসেন দর্শন বিভাগে শিক্ষক হওয়ার জন্য আবেদন করতে আসেন। তিনি দর্শন বিভাগ থেকে ঘুরে আসতেই ছাত্রলীগ নেতা-কর্মীরা তাকে সন্দেহ করে। পরে তাকে কলা অনুষদের সামনে মারধর করে। মারধরের পর আজাদকে পুলিশে সোর্পদ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, এ রকম একটা ঘটনার খবর আমরা শুনেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে চবি ছাত্রলীগের প্রাক্তন শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আমীর সোহেল বলেন, সামনে নিবার্চন। জামাত-শিবির চক্র তৎপর। আজাদ ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে পাঁয়তারা চালাচ্ছিল। এখবর পেয়ে আমরা তাকে ধরে পুলিশে সোর্পদ করি। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বদ্ধপরিকর। আমরা কোনোভাবেই জামাত শিবিরকে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবো না।

একুশে/আইএস/এটি