চট্টগ্রাম কলেজে মুখোমখি অবস্থানে ছাত্রলীগ

চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে নগর ছাত্রলীগ। এবারই প্রথম এই কমিটির অনুমোদন দেওয়া হলো।

সোমবার রাতে ঘোষিত কমিটিতে মাহমুদুল করিমকে সভাপতি ও সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

কমিটির সহ-সভাপতিরা হলেন কমর উদ্দিন, খালেদ মাহমুদ চৌধুরী টুটুল, মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, মো. ওবায়েদুল হক, মোস্তফা কামাল, জাবেদুল ইসলাম জিতু, মোক্তার হোসেন রাজু ও শাজাহান সম্রাট।

যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন চৌধুরী, ইউসুফ কবির, স্বরূপ রায় সৌরভ ও উথিলা মারমা। সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম দুর্জয়, হায়দার আলী, মোহাম্মদ বেলাল ও আনন্দ মজুমদার। দপ্তর সম্পাদক আবদুল কাদের হাওলাদার, প্রচার সম্পাদক জামাল উদ্দিন সোহেল, উপ-প্রচার সম্পাদক আবু নাঈম মো. হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তারেকুল ইসলাম খান, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক খন্দকার নায়েবুল আজম, উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রিফাত হোসেন।

এদিকে কমিটি ঘোষণা নিয়ে সকাল থেকে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মুখোমুখি অবস্থানের খবর পাওয়া গেছে। পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষের কোন খবর পাওয়া যায়নি। ঐ এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে সূত্রে জানা গেছে।

২০১৫ সালের ১৬ ডিসেম্বর শিবিরকে বিতাড়িত করে ছাত্রলীগ চট্টগ্রাম কলেজে একক আধিপত্য প্রতিষ্ঠা করে।

একুশে/এসএইচ