চট্টগ্রাম: নবগঠিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) নবীন ছাত্র-ছাত্রীদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
“এসো নবীন দলে দলে, ছাত্রলীগের পতাকা তলে” স্লোগানে সোমবার দুপুরে মিছিলটি ক্যাম্পাস চত্ত্বর থেকে শুরু হয়। এরপর নগরীর হলি ক্রিসেন্ট মোড় প্রদক্ষিণ করে খুলশী থানা হয়ে পুণরায় ক্যাম্পাস চত্ত্বরে এসে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি কাজিম উদ্দিন।
তিনি বলেন, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ঐক্যবদ্ধ। নবীনদের জন্য সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এবং নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ছাত্রলীগ সভাপতি।
আলোচনা সভায় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওয়াহেদ বুলবুল অর্পণ বলেন, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় সময়ের সেরা বিশ্ববিদ্যালয়। এ সময় তিনি নবীনদের সকল ধরনের সহযোগীতার আশ্বাস দেন।
এতে অন্যদের বক্তব্য রাখেন সহ-সভাপতি মাজহারুল ইসলাম, সানি দেব জয় এবং সাংগঠনিক সম্পাদক নিঝুম পারিয়াল রাজ। বক্তারা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সফলতা কামনা করেন।
